দেবহাটা অফিস ॥ দেবহাটা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক চন্দ্রকান্ত ,মল্লিক ও উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক স্বপন কুমার মল্লিকের রত্নাগর্ভা মাতা সরলা রানী(৮৫) ইহলোক ত্যাগ করেছেন। গতকাল দুপুর দুইটার কিছু পূর্বে বার্ধক্য জনিত রোগে এই গুনী নারীর মৃত্য হয়। কুলিয়া ইউনিয়নের সুবর্ণ বাদ গ্রামের স্বর্গীয় বাবুরাম মল্লিকের স্ত্রী এবং ছয়পুত্র ও দুই কন্যার জননী সরলা রানীর মৃত্যুতে এলাকাবাসী শোকাহত। পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে অধ্যাপক চন্দ্রকান্ত মল্লিকের বাসভবনে উপস্থিত হন দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক ও পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু তালেব মোল্ল্যা, প্রধান শিক্ষক জিয়াদ আলী, প্রভাস মেম্বর সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। গতকাল সন্ধ্যায় সুবর্ণবাদ মহাশ্বশানে দাহ সম্পন্ন হয়।