শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

দেবহাটা কলেজে জাতীয় শোক দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

দেবহাটা অফিস \ শোক আর শ্রদ্ধায় পনের আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে দেবহাটা কলেজ। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা মিলাদ মাহফিল। প্রত্যুষে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা আ’লীগ নেতা শেখ ফারুক হোসেন রতন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিম উদ্দীন সহ সকল শিক্ষক কর্মচারীরা জাতীয় পতাকা উত্তোলন আয়োজন সম্পন্ন করেন। শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিতি ও অংশ গ্রহণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি আ’লীগ নেতা শেখ ফারুক হোসেন রতন, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ পরিচালনা পর্ষদ সদস্য আলহাজ্ব একেএম আনিসউজ্জামান, সমাজসেবক প্রাক্তন মেম্বর আকবর আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিম উদ্দীনের সভাপতিত্বে জ্যেষ্ঠ প্রভাষক হাফিজুর রহমানের সঞ্চালনায় শোকাবহ পনের আগষ্ট এবং বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম নিয়ে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আকবর হোসেন, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ আলী, মোঃ আবু তালেব, জাফর ইকবাল প্রমুখ। প্রধান অতিথি বক্তৃতায় বলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একটি নাম নয়, একটি ইতিহাস, বাংলাদেশ সৃষ্টির মহানায়ক, ক্ষনজন্মা পুরুষ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, তিনি শিক্ষক, শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে, শাহাদাৎ সম্পর্কে অধিকতর জানার আহবান জানান। প্রধান অতিথি শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর আদর্শ ধারন এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগনকে জানানোর আহবান জানান। আলোচনা সভা শেষে শিক্ষক শিক্ষার্থী সহ আগত অভিভাবকদের আপ্যায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com