দেবহাটা অফিস \ দেবহাটা কলেজ ছাত্রলীগ গতকাল নবীন বরন করেছে। একাদশ শ্রেনিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ছাত্রলীগের পক্ষ হতে বরন করা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও দেবহাটা কলেজ সভাপতি প্রাক্তন চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, অধ্যক্ষ নাজিম উদ্দিন, ছাত্রলীগ সভাপতি কলোল ও সম্পাদক আকরাম মাহমুদ, প্রাক্তন সভাপতি সালাম প্রমুখ। বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগের প্রতিজন সমর্থক, কর্মি ও নেতাকে বঙ্গবন্ধুর ন্যায় ত্যাগী হতে হবে। সংগঠনকে শাক্তিশালী করতে হবে।