দেবহাটা অফিস \ দেবহাটা কালিগঞ্জ এর অন্যতম সংযোগ সেতু নোয়াপাড়া, খানজিয়া ব্রীজটির জরাজীর্ন, ভগ্নদশা যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা উকি দিচ্ছে। উলে−খিত দুই উপজেলার উলে−খযোগ্য জনগন ব্রীজটিকে যাতায়াত ও যোগাযোগের অন্যতম অপরিহার্য হিসেবে ব্যবহার করছে। পন্য পরিবহনেও ব্রীজটি গুরুত্ব অপরিসীম, ব্রীজটির দুই অংশের গতিরোধক, রেলিং ভেঙ্গে দুই পাশ্বের ওঠা ও নামা অংশ সড়কের রুপ ধারন করেছে। দেবহাটা নোয়াপাড়া অংশে ব্রীজ সংলগ্ন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নোয়াপাড়া জামে মসজিদ বিপরীত অংশ খানজীয়ায় কর্মব্যস্ত বাজার। সাধারন মানুষের পাশাপাশি শিশুরা ভাঙ্গা ব্রীজ দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে থাকে যা চরম বিপদজনক পথ পরিক্রমা। মুসুল−ীরা ব্রীজ পার হয়ে নামায কায়েম করে চলেছে দুর্ঘটনার মুহুর্তকে সঙ্গী করে। সীমান্ত নদী ইছামতি সংলগ্ন শাখা নদীর উপরে ব্রীজটি পার হয়ে পর্যটকরা ইছামতি সৌন্দর্য দেখতে আসে সবই ব্রীজ নির্ভর। পরিস্থিতি এত টুকু নাজুক হয়ে পড়েছে যে কোন সময় সামান্য অসতর্কতায় ব্রীজ হতে চলন্ত যানবহান নদীতে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সংশি−ষ্ট কর্তৃপক্ষ ব্রীজটির সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন এমন প্রত্যাশা এলাকাবাসির।