দেবহাটা অফিস \ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন গতকাল দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ উপজেলার মহৎপুর বাহাদুর পুর এবং শ্যামনগর উপজেলার হায়বাতপুর ও শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রাথমিকের বাতিঘর খ্যাত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। দিনের শুরুতে সকাল নয়টায় পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান প্রত্যক্ষ করেন এবং সংস্কারকরন বঙ্গবন্ধু কর্নার, পাঠাগার ও রাসেল কর্ণার পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু তালেব মোল্যা, প্রধান শিক্ষক জিয়াদ আলী সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কালিগঞ্জ ও শ্যামনগরের বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের পাঠদান করেন, পাঠদান প্রত্যক্ষ করেন ও শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। তিনি বিদ্যুৎ সাশ্রয়ে ও অপচয় রোধে দায়িত্বশীল হওয়ার আহবান জানান, অধিদপ্তরের নির্দেশনা যথাযথভাবে মাত্রায় ধন্যবাদ জানান। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শেলিনা জামান, আঃ হামিদ, মিজানুর রহমান লাভলু ও পরিমল কুমার স্বর্ণকার সহ সহকারী শিক্ষকগন।