দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ হোসেন কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরহাদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সে দেবহাটা উপজেলার উত্তর সখিপুর গ্রামের নূর ইসলামের ছেলে। রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ থেকে ফরহাদ হোসেনকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সিদ্ধান্তে দেবহাটা উপজেলা ছাত্রদলে আহ্বায়ক পদ থেকে ফরহাদ হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে।উল্লেখ্য গতকাল কলেজ ছাএদলের সম্নেলনে কেন্দ্রীয় ছাএদলের নেতৃবৃন্দের সাতে অশোভন আচরন সহ বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে ছাত্রদলের একাধিক সূদ্র নিশ্চিত করে।