দেবহাটা অফিস॥ সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবমুখর পরিবেশে দেবহাটার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান শত শত ভক্ত এবং আয়োজকরা রথ উৎসবে, রথ যাত্রায় অংশ নেন, সপ্তাহ ব্যঅপী রথযাত্রা শেষে উল্টোরথ যাত্রার মধ্য দিয়ে যবনিকা ঘটবে। বাংলা আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে শুরু হওয়া রথযাত্রা উপলক্ষে উপজেলা সদরের এলাকায় উৎসবে পরিনত হয়েছে। নানান ধরনের পরসা,বৃক্ষ সহ নয়নাভিরাম সামগ্রী নিয়ে বসেছে ব্যবসায়ীরা। রথ যাত্রায় অংশ নিতে আগতরা মন্দির প্রাঙ্গনে ব্যস্তসময় অতিক্রম করছে। উপজেলার পাটবাড়ী, পারুলিয়া জেলিয়া পাড়া, সখিপুর পালপাড়া, গাজীরহাট, পারুলিয়া জেলিয়া পাড়া, কুলিয়া বহেরায় সহ অন্যান্য এলাকায় রথযাত্রা হয়েছে। আটশত বিঘায় রথযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নোয়াপাড়া চেয়ারম্যান আ’লীগ নেতা আলমগীর হোসেন সাহেব আলী। পারুলিয়া জেলিয়া পাড়ায় অতিথি ছিলেন আ’লীগ সম্পাদক মনিরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।