দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে গতকাল উপজেলা জলমহল ইজারা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি সম্পত্তি উদ্ধার, সরকারি সম্পত্তি সরকারের ঘরে ফিরিয়ে আনার বিষয়ে ও সরকারি রাজস্ব আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। হয়রানী মুক্ত ভূমি সেবা ব্যবস্থা বিষয়টি নিশ্চিত করনের আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজহার হোসেন, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সমাজসেবা অধীর কুমার গাইন, পারুলিয়া ভূমি কর্মকর্তা মোস্তফা মনিরুজ্জামান, দেবহাটা সদর অরুন কুমার পাল, নওয়াপাড়া নাজমুল হাসান কুলিয়া কান্তিলাল প্রমুখ।