দেবহাটা অফিস \ দেবহাটা থানা নবাগত ওসি বাবুল আক্তার ও বিদায়ী ওসি শেখ ওবায়দুলাহকে সম্বর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানালো দেবহাটা প্রেসক্লাব। গতকাল প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলম, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহসভাপতি অধ্যাপক রাজু আহমেদ, এর নেতৃত্বে সকল সদস্য উপস্থিত থেকে সম্বর্ধনা প্রদান করেন। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান জানান নবাগত ওসি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। একই দিনে কুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আসাদুল হকের নেতৃত্বে ইউপি সদস্যরা নবাগত ওসি বাবুল আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান। ওসি বাবুল আক্তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।