দেবহাটা অফিস \ সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান গতকাল দেবহাটা থানা পরিদর্শন করেছেন। দুপুর বারটার দিকে তিনি থানা চত্বরে প্রবেম করলে সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল জামিল আহমদ ও দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। দেবহাটা পুলিশের একটি সুসজ্জিত দল পুলিশ সুপার কে সশস্ত্র সালাম প্রদান করেন এবং সালাম গ্রহন শেষে পুলিশ সুপার প্যারেড পরিদর্শন সফর সঙ্গী অপরাপর পুলিশ কর্মকর্তা সহ দেবহাটা থানা ওসি সহ অপরাপর অফিসারদের নিয়ে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন, পুলিশ সুপারের সফরঙ্গী ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস প্রমুখ। দেবহাটা থানা পরিদর্শন শেষে পুলিশ সুপার অপরুপ সৌন্দযমন্ডিত রুপসী ম্যানগ্রোব দেবহাটা পরিদর্শন করেন। এসময় নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী স্বাগত জানান।