দেবহাটা অফিস ॥ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী গতকাল দেবহাটা থানা আকস্মিক পরিদর্শন করলেন। পরিদর্শন পরবর্তি পুলিশ সুপার জনসাধারনের জান মাল রক্ষা, জনসাধারনের সামগ্রীক নিরাপত্তা নিশ্চিত করন সহ বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরনের মাধ্যমে যথাযথ ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামল কুমার চৌধুরী টিআই(প্রশাসন) ট্রাফিক শাখা, এর পূর্বে পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী দেবহাটা থানায় পৌছালে ওসি শেখ মাহমুদ হোসেন ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ওসি তদন্ত সহ থানা পুলিশে কর্মরত সদস্যরা উপস্থিত ছিলেন।