দেবহাটা অফিস ॥ দেবহাটা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্ট ভূক্ত ৩ আসামীকে আটক করা হয়েছে। আটক কৃতরা হলো দেবহাটা উপজেলা দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত মাজেদ মোল্লার পুত্র মাদক ব্যবসায়ী আব্দুর রউফ ওরফে রউফ খোড়া (৫০), একই এলাকার রেজাউল ইসলামের স্ত্রী রুপিয়া খাতুন (৩৬) ও নওয়াপাড়া ইউনিয়নের সাংবাড়িয়া গ্রামের নূর আলীর পুত্র আব্দুস সালাম (৪৫)। জানাগেছে গতকাল ভোর রাতে দেবহাটা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আসামীদের আটক করেছেন। আটক কৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। দেবহাটা থানার ওসি শেখ মাহমুদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।