শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে জেলি পুশকৃত চিংড়ি জব্দ মাহফিলে কবির বিন সামাদকে হুমকির প্রতিবাদে মানববন্ধন জেলা বিএনপির সাংগঠনিক টিমের সাথে দেবহাটা বিএনপির মতবিনিময় দেবহাটা শিশু পুষ্টি বিষয়ক সেমিনার দেবহাটা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতের অভিযান অপরিপক্ক ক্যামিক্যাল মিশ্রিত আম সহ গাড়ী জব্দ প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে দাওয়াতি সভা পাইকগাছার কেন্দ্রীয় পূজা মন্দিরে দু’দিন ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত পাইকগাছায় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আশাশুনির মাদ্রাসা গুলোতে বায়োমেট্রিক হাজিরা স্থাপনের নির্দেশনা প্রদান আশাশুনি বিএনপির সার্স কমিটি গঠন কল্পে সভা

দেবহাটা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতের অভিযান অপরিপক্ক ক্যামিক্যাল মিশ্রিত আম সহ গাড়ী জব্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের ভ্রামমান আদালত ক্যামিক্যাল মেশানো অপরিপক্ক ১৪১ ক্যারেট গোবিন্দভোগ আম সহ একটি পরিবহন আটক করেছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পারুলিয়া বাসা স্ট্যাÐে রয়েল নামক হতে একটি পরিবহনে ভ্রামমান আদালত তল্লাশি চালায় তল্লাশিতে দেখা যায় পরিবহনের ভিতরে কোন যাত্রী নাই পরিবহন ভরা শুধু আমে। দেবহাটা উপজেলার নির্বহী অফিসারের ভ্রামমান আদালতের বিঙ্গ বিচারক আসাদুজ্জামান জনসম্মুখে একটি আম কেটে সধারণকে দেখান যে আমার ভিতরে এখনো আশা আসেনি তার আগে কিছু অসাধু ব্যাবসী অধিক মুনাফার আশায় এই রকম কাজ করছে। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলার আইসিটি অফিসার ইমরান হোসেন, বিআরডিপি সন্দীপ কুমার। দেবহাটা থানার এস আই প্রিন্স ও রিয়াজুল।ভ্রামমান আদালত এ সময় অপরিপক্ক ও ক্যামিক্যাল মেশানো আমের ক্ষতিকর দিক তুলে ধরে জনসাধারনকে সচেতন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com