দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের ভ্রামমান আদালত ক্যামিক্যাল মেশানো অপরিপক্ক ১৪১ ক্যারেট গোবিন্দভোগ আম সহ একটি পরিবহন আটক করেছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পারুলিয়া বাসা স্ট্যাÐে রয়েল নামক হতে একটি পরিবহনে ভ্রামমান আদালত তল্লাশি চালায় তল্লাশিতে দেখা যায় পরিবহনের ভিতরে কোন যাত্রী নাই পরিবহন ভরা শুধু আমে। দেবহাটা উপজেলার নির্বহী অফিসারের ভ্রামমান আদালতের বিঙ্গ বিচারক আসাদুজ্জামান জনসম্মুখে একটি আম কেটে সধারণকে দেখান যে আমার ভিতরে এখনো আশা আসেনি তার আগে কিছু অসাধু ব্যাবসী অধিক মুনাফার আশায় এই রকম কাজ করছে। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলার আইসিটি অফিসার ইমরান হোসেন, বিআরডিপি সন্দীপ কুমার। দেবহাটা থানার এস আই প্রিন্স ও রিয়াজুল।ভ্রামমান আদালত এ সময় অপরিপক্ক ও ক্যামিক্যাল মেশানো আমের ক্ষতিকর দিক তুলে ধরে জনসাধারনকে সচেতন করেন।