দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন ইয়ানুর রহমান। গতকাল সকালে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌছালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ সহ সরকারি কর্মকর্তাগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও ফুলেল শুভেচ্ছা জানান। দেবহাটায় যোগদানের পূর্বে তিনি আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব গ্রহন শেষে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।