দেবহাটা অফিস।।দেবহাটা নির্বাহী অফিসার এবার হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতের রাতে উপস্থিত হয়ে কম্বল বিতরন করলেন।গতকাল রাতে তিনি উপজেলা সদর সহ বিভিন্ন এলাকার হেবজো খানায় যেয়ে শিশু কিশোর শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন এবং পড়ালেখার খোজখবর নেন।একই সময় তিনি হতদরিদ্রদপর ঘরে ঘরে যেয়ে কম্বল দেন।কম্বল পেয়ে তারা আবেগ আপ্লুত হন।