দেবহাটা অফিস ঃ দেবহাটা সরকারী পাইলট হাইস্কুলের উদ্যোগে ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানা ওসি শেখ ওবায়দুলাহ, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন গৌর চন্দ্র পাল। বিদায়ী অনুষ্ঠানে বক্তারা পরিক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।