দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়, বালিকা, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন পাইলট হাইস্কুল, সখিপুর, হাদিপুর আহছানিয়া টাউনশ্রীপুর শরচন্দ্র উচ্চ বিদ্যালয়, বহেরা এটি মাধ্যমিক, চাঁদপুর, দেবীশহর, চেপুখালী, সখিপুর আলিম মাদ্রাসা, নোয়াপাড়া সিনিয়র মাদ্রাসাসহ বিভিন্ন মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল গতকাল ঘোষণা করা হয়েছে। আমাদের দেবহাটা ব্যুরো সুমন বাবু ও দেবহাটা উপজেলা প্রতিনিধি বায়োজিদ বোস্তামী উজ্জ্বল জানান, সকাল এগারটায় পারুলিয়া এস এস ও পারুলিয়া বালিকা বিদ্যালয়ের ফলাফল ঘোষণায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদস্যসচিব মহিউদ্দীন সিদ্দিকী, জামায়াত আমীর শিক্ষাবীদ মাও: অলিউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, সভাপতিত্ব করেন যথাক্রমে প্রধান শিক্ষক আ: রাজ্জাক ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান সকাল দশটায় পাইলট হাই স্কুলের ফলাফল ঘোষণায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মদন মোহন পাল, পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মডেল প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল।