শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

দেবহাটা পারুলিয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান \ মাদক, জঙ্গীবাদ, নাশকতা, ভূমিদস্যুতা উচ্ছেদ ও নির্মূল সহ অপরাধীদের আইনের আওতায় আনা হবে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

দেবহাটা অফিস \ সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেছেন সাতক্ষীরা শান্ত, এই সাতক্ষীরা শান্তই থাকবে। আর কখনো অশান্ত হবে না। সাতক্ষীরা জেলা শান্তিপূর্ণ ভাবে বসবাসের জন্য। এই জেলা কোন অপরাধীদের জন্য নয়। সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী, নাশকতাকারী জঙ্গীবাদ এবং ভূমিদস্যুদের স্থান নেই। তাদের কে নির্মূল করা হবে, উচ্ছেদ করা হবে, আইনের আওতায় আনা হবে। পুলিশ সুপার যখন জঙ্গীবাদ, নাশকতা, মাদক ব্যবসায়ী ও কথিত ভূমিহীন নাম ধারী ভূমি দস্যুদের উচ্ছেদ ও নির্মুলের বক্তব্য রাখছিলেন তখন উপস্থিত হাজারো মানুষ করোতালী দিয়ে উচ্ছ¡াস প্রকাশ করছিলেন, আশ্বস্থ হচ্ছিলেন। ভূমিহীনের নামে ভূমিদস্যু তাকে এবং মাদক কোন ভাবে ছাড় দেওয়া হবে না। পুলিশ জনগনের বন্ধু, জনসাধারনের জান, মালের নিরাপত্তা নিশ্চিত করনে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে যা যা দরকার, আইনগত ভাবে তাই করা হবে। তিনি গতকাল পারুলিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা বলেন। পুলিশ সুপার আরও বলেন খেলাধুলা মুক্ত চিন্তার বিকাশ ঘটায়। শরীর চর্চা এবং সংস্কৃতিতে শক্তির বিকাশ ঘটায়। খেলাধুলা বিপদগামীতা হতে রক্ষা করে, খেলাধুলা দেশের সম্মান বয়ে আনে, ধর্মীয় কুসংস্কার হতে দুরে রাখে, তিনি আরও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং বিশ্বে বাংলাদেশ রোল মডেল। খেলাধুলায় ও আন্তর্জাতিক বিশ্বে আলো ছড়িয়ে চলেছে। পুলিশ জনগনের সাথে আছে, সাতক্ষীরাকে অপরাধমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করছে এবং করে যাবে। পারুলিয়া চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে আট দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সজীব খান, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল এসএম জামিল হোসেন, দেবহাটা ওসি শেখ ওবায়দুল­াহ, দেবহাটা উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, আ’লীগ সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল­্যা, আলহাজ্ব মনিরুল ইসলাম সহ ইউপি মেম্বররা। উদ্বোধনী খেলায় মাহমুদপুর শেখ রাসেল চক্র খুলনা রেডসন ক্লাবকে দুই শুন্য গোলে পরাজিত করে। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com