দেবহাটা অফিস \ দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলেন দক্ষিন পারুলিয়ার শামছুর রহমানের পুত্র সেলিম রেজা, উত্তর পারুলিয়ার আকরব গাজীর পুত্র আব্দুল মজিদ, আদর আলীর পুত্র হাসান আলী, বহেরা গ্রামের নুর আলীর পুত্র সেলিম, দেবহাটার আব্দুর রহিমের পুত্র শাহীন গাজী, নূর ইসলামের পুত্র রায়হান কবির, ও সাংবাড়িয়া গ্রামের মৃত রবের বড় ছেলে আরশাদ আলী, দেবহাটা থানার এসআই লালচাঁদ,এসআই শরিফুল ও এসআই হাফিজুর এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।