দেবহাটা অফিস \ আলো ছড়ানো আয়োজনে, আনন্দ স্রোতে, উৎসব আর উচ্ছ্বাসের বরতায় দেবহাটা থানা পুলিশ ব্যাটমিন্টন টুর্নামেন্টের সফল সমাপ্তি আর পুরস্কার শেষ হয়েছে। মাদককে রুখবো, খেলাকে হঁ্যা বলবো এই প্রতাশিত ে¯াগানে উজ্জীবিত হয়েছে পুলিশ সদস্যরা একে অপরের সাথে মনোমুগ্ধকর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান ৫টি দলের সমন্বয়ে ধারাবাহিক খেলা শেষে ফাইনাল খেলায় শেষ হাসি হাসে কনস্টেবল ফয়সাল আহমেদ ও কনস্টেবল সাইফুল ইসলাম এবং রানার্স আপ হয় এসআই প্রিন্স মজুমদার ও কনস্টেবল আল আমিন, দেবহাটা থানা ওসি হযরত আলী নিজে ব্যাটমিন্টন খেলায় অংশ নিয়ে সতীর্থ, সহকর্মীদের সাথে একাত্বতা ঘোষণা করে বিশেষ আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হন। পুলিশ সদস্যদের একে অপরের সাথে খেলা দৃশ্যত: একে অপরের প্রতি আন্তরিকতা এবং মাদক বিরোধী প্রচারণা ও রোধ করা প্রচার ও ছিল, কারণ মাদককে রুখবো এই ছিল প্রতিযোগিতার ে¯াগান। আনন্দঘন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন এবং পুরস্কার বিতরণ করেন দেবহাটা থানা ওসি হযরত আলী সভাপতিত্ব করেন এস আই লেনিন বিশ্বাস, শিক্ষক শহিদুল ইসলাম, আবুল কালাম মেম্বর, থানা পুলিশের স্কুল পর্যায়ের সদস্যসহ এই আনন্দ আয়োজন উপভোগ করেন।