দেবহাটা অফিস \ দেবহাটা প্রেসক্লাব সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। ব্যতিক্রমীধর্মী আয়োজনের মধ্য দিয়ে প্রেসক্লাবের সকল সদস্য ঈদ উপকরণ পেলো। গতকাল ক্লাবমিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাবের উপদেষ্টা মো: আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ শুভেচ্ছা স্মারক উপকরণ প্রতিজন সদস্যের মাঝে পৌছে দেন। এ সময় প্রেসক্লাবের দুই প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা আবু তালেব মোল্ল্যা ও আ: ওহাব উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন সদস্যদের মাঝে ঈদ উপকরণ বিতরণ ব্যতিক্রমধর্মী আয়োজন। সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বলের পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিষ্ট অধ্যাপক রাজু আহমেদ, সুমন বাবু, আবু হুরাইরা, ফরহাদ হোসেন সবুজ, রুহুল আমীন, নাসির উদ্দীন, এমএ মামুন, মিজানুর রহমান, মোমিনুর রহমান, দীপঙ্কর, আ: সালাম, অভি, সজল প্রমুখ।