দেবহাটা অফিস \ দেবহাটার একাধিক ফার্ম্নেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক এ,বি,এম খালিদ হোসেন সিদ্দিকী, রেজিষ্ট্রার চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিত ঔষধ বিক্রয়, নিন্মমানের ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার বিরুদ্ধে পরিচালিত অভিযানে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর বিপরীত পার্শ্বের মেসার্স রহমান ফার্ম্নেসীর পরিচালক আব্দুল আলীমকে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ এর গ ধারায় ২৭ ধারা মোতাবেক দুই হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত উপস্থিত জনসাধারনকে মানবিহীন, ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধের বিষয়ে সতর্ক থাকার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ পলাশ দত্ত, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন।