দেবহাটা অফিস ॥ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় গতকাল শেষ হয়েছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান ঘলঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রত্নেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে এবং বালিকা দল ঘলঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাউন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পত্নী মিসে আসাদ, বিশেষ অতিথি ছিলেন আ’লীগ নেতা আনোয়ারুল হক, উপজেলা রিসোর্স অফিসার মহিতোষ কুমার কর্মকার, এসএমসি সভাপতি সঞ্চয় গে¦াসামী, প্রধান শিক্ষক অনুপ কুমার দাস, শিক্ষক প্রশান্ত কুমার কর্মকার, হযরত আলী,আব্দুল আজিজ।