দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক হলেন মহিউদ্দীন সিদ্দিকী, সদস্য সচিব হলেন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু এবং সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন মোখলেছুর রহমান মুকুল। সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি সৈয়দ ইফতেখার আলী ও সাধারন সম্পাদক চেয়ারম্যান আব্দুল আলীম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একুত্রিশ সদস্য বিশিষ্ট্য উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন করেছেন। কমিটির অপর যুগ্ম আহবায়ক দ্বয় হলেন মোঃ জাকির হোসেন, মোঃ মাসুম বিলাহ, এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, প্রভাষক কামাল হোসেন, হাসান সরাফী ও আলতাফ হোসেন, কমিটির সম্মানিত সদস্য হলেন শেখ সিরাজুল ইসলাম, অপারাপর সদস্যরা হলেন সুলতান মো: ফারুক, আব্দুল কাদের, রফিকুল ইসলাম সানা, আবুল হোসেন বকুল, শামসুজ্জামান ময়না, আব্দুস সালেক, রিয়াজুল ইসলাম মোলা, সুমন পারভেজ বাবু, মো: রুহুল কুদ্দুস খোকন, মো: এবাদুল ইসলাম, মো: আব্দুর রহমান, আহম্মাদ আলী, আইয়ুব হোসেন, মতি সানা, রাজীব হোসেন রাজু, মো: আহছান উলাহ, মোকছেদ আলী, আমজাদ হোসেন, আবু সাঈদ, রফিকুল ইসলাম মন্টু ও হাবিবুর রহমান মাছুম। ইউনিয়ন/ওয়ার্ড কমিটি গঠনের ক্ষেত্রে আহবায়ক, সদস্য সচিবের সাথে সিনিয়র যুগ্ম আহবায়ককে স্বাক্ষর প্রদানের ক্ষমতা প্রদান করা হয়েছে। এদিকে সাতক্ষীরা জেলা বিএনপির কর্তৃক দেবহাটা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় জেলা বিএনপির আহবায়ক এ্যাড: সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান মো: আব্দুল আলীম, সহ জেলা বিএনপির যুগ্ম আহবায়কদেরকে অভিনন্দন জানিয়েছেন দেবহাটা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আহবায়ক কমিটি ঘোষনায় দেবহাটা বিএনপিতে প্রানের সঞ্চার ঘটেছে। নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন বিএনপি দেশের জাতীয়তাবাদীদের উৎস্যস্থল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দলটিকে সর্বস্তরের নেতা কর্মিদের সুসংগঠিত করে আমরা একযোগে সংগঠনকে ভেদাভেদ ভুলে অধিকতর শক্তিশালী করায় আমাদের প্রধান লক্ষ্য।