স্টাফ রিপোর্টার ঃ দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী সহ দশ নেতা কর্মি জেল হাজতে। দেবহাটা থানায় গত আট ডিসেম্বর এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মামলায় বিএনপি নেতা কর্মিরা উচ্চ আদালত হতে ছয় সপ্তাহের জামিন নিলে মেয়াদ শেষে সোমবার গতকাল চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। জামিন না মঞ্জুর হওয়া এবং জেল হাজতে যাওয়া বিএনপির উপজেলা আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম হাসান সরাফি, যুবদলের উপজেলা আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, যুগ্ম আহবায়ক আহছান উলাহ ডালিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম বাবু, যুবদলের জিয়াউর রহমান জিয়া, সৈয়দ আলী ও ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন মামলার শুনানী দিন থাকায় গতকাল জেলা বিএনপি সহ দেবহাটা উপজেলা ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মিরা আদালত প্রাঙ্গনে উপস্থিত হয়। জামিন আবেদন শুনানী করেন এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইউনুস আলী, এ্যাড. অজয় সরকার, এ্যাড. কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।