সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

দেবহাটা বিএনপির মতবিনিময় সভা আওয়ামী দোসরদের বিষয়ে সতর্ক থাকার প্রত্যয় বক্ত করলেন জেলা বিএনপি নেতৃবৃন্দ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫

দেবহাটা অফিস \ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে সক্ষতারক্ষাকারী, আওয়ামী সরকারের সুফল ভোগকারী, শেখ মুজিব বন্দনাকারী এবং পতিত আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ে প্রশয়দানকারীরা আওয়ামী দোসর আর বিএনপিতে আওয়ামী দোসরদের স্থান নেই। দলের মধ্যে বিভেদ সৃষ্টিকারী, দখল, চাঁদাবাজি, সরকার সম্পদ অবৈধভাবে ভোগ দখলকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দল সামান্যতম দ্বিধা করবে না। গতকাল দেবহাটা বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত বক্তব্য রাখলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, পৌরমেয়র যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি, ডা: মনিরুজ্জামান, আখতারুল আলম। গতকাল সকাল এগারটায় পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোখলেছুর রহমান, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, মাসুম বিল্লাহ, আলহাজ্ব জাকির হোসেন সেম্বর, হাসান সরাফি, মোখলেছুর রহমান মুকুল, চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, এ্যাড: জাহাঙ্গীর কবির, মাসুম মেম্বর, আ: সাত্তার, রফিকুল ইসলাম সানা, রুহুল আমীন, আবুল হোসেন বকুল, কামাল হোসেন, আ: রহমান, রফিকুল ইসলাম মন্টু, শওকত হোসেন, আলতাফ হোসেন, গোলাম রসুল, এবাদুল মেম্বর, আ: বারী, কামরুজ্জামান কামরুল, শহিদুল ইসলাম বাবু, ফরহাদ হোসেন প্রমুখ। জেলা নেতৃবৃন্দ আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র ও চাঁদাবাজিতে লিপ্ত থাকে তাহলে ব্যবস্থা গ্রহণই শেষ কথা, কর্মীরাই প্রাণ, কর্মীরাই নেতা নির্ধারণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com