দেবহাটা অফিস \ দেবহাটা সখিপুর সরকারি খানবাহাদুর আহছান উল্যাহ কলেজ মাঠে বিজয় দিবস ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শেষ হাসি হাসলো সখিপুর ইউনিয়ন, উপজেলা ক্রীড়া পরিষদ এর আয়োজনে ও সখিপুর উদয়ন সংঘের সহযোগিতায় গতকালের ফাইনাল খেলায় মুখোমুখি হয় সখিপুর ও দেবহাটা সদর ইউনিয়ন, উদ্বোধনী ও পুরস্কার বিতরণী আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপসচিব আবুল হাসান (উপদেষ্টার এপিএস), বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তানভীর সিদ্দিকী, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাইফুল ইসলাম, নোয়াপাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সদরের বাবুল, সখিপুর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, বিএনপি নেতা রাজিব হোসেন বাবু, রফিকুল ইসলাম মন্টু মেম্বর প্রমুখ।