দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ গতকাল উৎসবমুখর পরিবেশে দেবহাটা মুক্ত দিবস পালন করেছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন গত কয়েকদিন যাবৎ বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে দফায় দফায় বৈঠক করে দেবহাটা মুক্ত দিবস পালন প্রস্তুতি গ্রহন করে। সকালে বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধার উপস্থিতিতে নির্বাহী অফিসারের নেতৃত্বে বিজয় র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা সদরের মুক্ত মঞ্চের মুক্তিযোদ্ধা জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সমাবেশে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, প্রাক্তন ডেপুটি কমান্ডার আলহাজ্ব ইয়াছিন আলী, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, বীর মুক্তিযোদ্ধা নাজমুছ সাহাদৎ, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, মহিলা বিষয়ক নাসরিন জাহান। আ’লীগ নেতা আনোয়ারুল হক প্রমুখ। বীর মুক্তিযোদ্ধারা দেবহাটার মুক্তিযুদ্ধের এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাহিনী স্মৃতিচারন করেন।