দেবহাটা অফিস \ দেবহাটা যুবদল নেতা আকবর আলীর মাতা পারুলিয়ার খেজুরবাড়ীয়া গ্রামের মহরম আলী মোল্যার স্ত্রী সোণাবান বিবি (৬৫) সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি……….রাজিউন)। গতকাল বাদ জোহর জানাজা শেষে খেজুর বাড়ীয়া গ্রামের পারিবারীক গোরস্থানে দাফন করা হয়। যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ খেজুরবাড়ীয়া সহ বাসভবনে যান। মৃত্যুকালে তিনি স্বামী, দুই পুত্র, চার কন্যা সহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।