দেবহাটা অফিস ॥ দেবহাটার উপজেলা সদরের অতি পরিচিত মুখ সমাজসেবা অফিসের প্রাক্তন অফিস সহায়ক সাব্বির হোসেনের পুত্র আশিকুজ্জামান শিমুল (৩০) স্টোক এ আক্রান্ত হয়ে গতকাল সকালে মৃত্যু বরন করেছে। তার মৃত্যুতে এলাকায় শোকাহত পরিবেশ বিরাজ করছে। শিমুলের মৃত্যুর খবরে উপজেলা সদরাস্থ বাসভবনে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ভিড় করে। প্রাথমিকের শিক্ষক নেতা আশরাফুজ্জামান সোহেলের সহদর শিমুলের মৃত্যুতে সর্বস্তরের মানুষের মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে, সাতক্ষীরা জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পঙ্কজ বর্মন ও সাধারন সম্পাদক সাইফুল্লাহ তারেক কালিগঞ্জ উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান এসএম গোলাম রহমান সহ শিক্ষক নেতারা শিমুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দেবহাটা কলেজের প্রাক্তন ছাত্র শিমুলের মৃত্যুতে দেবহাটা কলেজের পক্ষ হতে শোক প্রকাশ করেছেন সভাপতি ও উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, অধ্যক্ষ হাফিজুর রহমান সহ শিক্ষক ও কর্মচারীরা, মরহুমের পরিবারকে সমবেদনা জানাতে বাসভবনে উপস্থিত হন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান আ’লীগ নেতা আনোয়ারুল হক সহ নেতৃবৃন্দ। মৃত্যুকালে পিতামাতা ভাই স্ত্রী ও শিশু পুত্র রেখে গেছেন। বাদ আছর জানাজা শেষে দাফন করা হয়েছে।