দেবহাটা অফিস \ দেবহাটা সদর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন গতকাল বিকালে টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মীসভা জনসভার রুপ ধারণ করে। দেবহাটা সদর ইউনিয়নের বর্ষিয়ান বিএনপির নেতা আ: সাত্তারের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়কদের টিম প্রধান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মাসুম বিল্লাহ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন মেম্বর, মোখলেছুর রহমান মুকুল, হাসান সরাফি, এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, আলতাপ হোসেন, স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাধারণ সম্পাদক আ: কাদের মোড়ল, বিএনপি নেতা আবু সালেক, রফিকুল ইসলাম মন্টু মেম্বর, আইয়ুব হোসেন, আব্দুল্লাহ আলী রেজা প্রমুখ। বক্তারা বলেন বিগত পতিত ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের সময়ে নির্যাতিত, হামলা মামলা ও জেলা জুলুমের শিকার নেতাকর্মীদেরকে আগামী দিনগুলোর জন্যও দলকে এগিয়ে নিতে, ঐক্য বজায় রাখতে ভূমিকা রাখতে হবে। সবধরনের বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শহীদ জিয়ার উন্নয়নের রাজনীতিতে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।