দেবহাটা অফিস \ দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন (পাইলট হাইস্কুল) এর আয়োজনে বিনম্র শ্রদ্ধায় মহান একুশে ফেব্র“য়ারি পালিত হয়েছে। আমাদের দেবহাটা সদরপ্রতিনিধি উত্তম কুমার রায় জানান, একুশের প্রথম প্রহরে প্রধান শিক্ষক মদন মোহন পাল ও সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের নেতৃত্বে শিক্ষক কর্মচারিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে শত শত শিক্ষার্থীরা অংশগ্রহণে সুবিশাল প্রভাতফেরী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রভাতফেরী শেষে শহীদ স্বরণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক মদর মোহন পাল, সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান মিঠু, গৌরপদ পাল, দেবপ্রসাদ ঘোষ, মো: আব্দুলাহ আফসার আলী, ভৈরব ঘোষ, চিরঞ্জিত ঘোষ, আফসার আলী, ফজলুর রহমান প্রমুখ।