দেবহাটা অফিস \ দেবহাটা সরকারি বিপন বিহারী ইনস্টিটিউট পাইলট হাইস্কুলের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা গতকাল বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আমাদের দেবহাটা ইউনিয়ন প্রতিনিধি উত্তম কুমার রায় জানান ২০২৩ শিক্ষা বর্ষের ভর্তি ফরম বিতরন গত ১৬ তারিখ থেকে বিতরন শুরু হয়েছে। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিতরন অব্যাহত থাকবে। ভর্তি কমিটির সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও সদস্য সচিব মদন মোহন পাল। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঃ লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন।