দেবহাটা অফিস ॥ দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউশন (পাইলট হাই স্কুল) এর উদ্যোগে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আমাদের দেবহাটা সদর প্রতিনিধি উত্তম কুমার রায় জানান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশ গ্রহনে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মদন মোহন পাল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেব প্রসাদ মন্ডল, আফসার আলী ভৈরব ঘোষ সহ সকল শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুর বন্দীজীবন, আন্দোলন, সংগ্রাম ত্যাগ সহ বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা করেন বক্তারা।