শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন

দেবহাটা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আলোর মিছিল ও শ্রদ্ধা জ্ঞাপন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

দেবহাটা অফিস \ জাতীয় শোক দিবসের প্রাক্কালে গতকাল ১৪ আগস্ট সন্ধ্যায় দেবহাটা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ আলোর মিছিল করেছে। মিছিল পরবর্তি জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে। এর পূর্বে আলোর মিছিল নিয়ে সখিপুরস্থ মোড়ে জাতির পিতার প্রতিকৃতিতে উপস্থিত হয় ও মোমবাতি প্রজ্বলন করে। আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন আয়োজনে ব্যাপক লোকসমাগম হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি চন্দ্রকান্ত মলি­ক, সাধারন সম্পাদক অজয় কুমার ঘোষ, সহ-সভাপতি প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, শরৎ চন্দ্র ঘোষ, নির্মল কুমার মন্ডল, গোপাল স্বর্ণকার, সুশান্ত মুখার্জী, বলরাম স্বীকার, লক্ষনবাগ, গনেশ মন্ডল, নবকুমার ঘোষ, হরিদাস সরকার, গৌতমরায়, স্বপন বিশ্বাস, মিন্টু ঘোষ, অসীম মেম্বর, অচিন্তমেম্বর, সুপদ ভুইয়া পতিরাম সরদার, মৃনাল কান্তি হালদার প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com