দেবহাটা অফিস \ দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের দেবী শহরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় আব্দুল মালেক (৫৫) নামের এক বৃদ্ধ মারাত্মক ভাবে আহত হয়েছে। একই সময়ে সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছে আব্দুল মালেকের স্ত্রী মুনজিলা খাতুন (৪৫) পুত্র আলমগীর হোসেন (২৬), আহত আব্দুল মালেক বর্তমানে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এসময় সন্ত্রাসীরা বসত বাড়ীতে ও হামলা চালায় বলে জানান আহত মুনজিলা খাতুন। সশস্ত্র হামলার ঘটনায় আহত আব্দুল মালেকের অপর পুত্র আরিফ হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা করেছে। বাদী আরিফ হোসেন জানান আব্দুল খালেক, তার দুই পুত্র ফারুক ও খায়রুজ্জামান এবং তাদের স্ত্রীরা ধারালো দা, শাবল, লাটি নিয়ে হামলা চালায়। হামলার পর হামলায় এবং দাও শাবল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা আহত অবস্থায় পড়ে থাকা আব্দুল মালেকের একটি আঙ্গুল কেটে নেয়। আরিফ হোসেন জানান হামলাকারীদের নেতৃত্বদানকারী আব্দুল খালেক পলাতক থেকে অব্যাহত হুমকি দিচ্ছে। থানা সূত্রে জানা যায় ইতিমধ্যে দুইজন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। হামলাকারী ও আহত উভয়ই পরস্পর ভাই দীর্ঘ দিন যাবৎ তাদের মধ্যে জমিজমা নিয়ে মামলা চলছিল। কুপিয়ে আহত করায় এলাকাবাসিও ক্ষোভ প্রকাশ করেছেন।