ব্রহ্মরাজপুর প্রতিনিধি ॥ সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা বাইতুল আকসা জামে মসজিদ যুবকমিটির আয়োজনে-বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার ১৪ আগষ্ট) রাতে বালুইগাছা বাইতুল আকসা জামে মসজিদ প্রসঙ্গে অত্র মসজিদ কমিটির সেক্রেটারি – হাফেজ মোঃ রওশন আলমের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন- মাওঃ ইমদাদুল হক শিক্ষক নগরঘাটা আমিনীয়া আলীম মাদ্রাসা, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন-আব্দুল্লাহ আল- মামুন সিদ্দিকী, মাওঃ জাহাজান আজাদী সহ-সুপার নুনগোলা দাখিল মাদ্রাসা,বালুইলাছা বায়তুল আকসা জামে মসজিদের ইমাম হাফেজ মিয়ারাজ,বালুইগাছা বাইতুন নূর জামে মসজিদের ইমাম মোঃ সাইফুল ইসলামপ্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন – অত্র মসজিদ কমিটির সভাপতি মোঃ সাদেক মোড়লে, যুব কমিটির-মোঃ ইয়াছিন আরাফাত, আবুল খায়ের, আমিনুর ইসলাম,মোঃ জাকির হোসেন, মোঃফজলুর রহমান, মোঃ আমির হোসেন, মোঃসাত্তার মোড়ল,পলাশ, আবু তাহের, মোঃ আলতাপ হোসেন,মোঃ শাহিন আলম,মোঃ সাইফুল মোড়ল, ইমদাদুলসহ এলাকার সকল মুছল্লিগন উপস্থিত ছিলেন। সমগ্র দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন- অত্র মসজিদ কমিটির ক্যাশিয়ার মো: রহমত আলী মোড়ল।