এফএনএস \ দেশসেবায় আত্মনিয়োগ করার অনুরোধ জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার—উজ—জামান বলেছেন, দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান রয়েছে। এ সময় তিনি ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন মির্জাপুর এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (এমইসিএ) আয়োজিত তিন দিনব্যাপী ১৪তম পুনর্মিলনীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ওয়াকার—উজ—জামান মির্জাপুর ক্যাডেট কলেজে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও অ্যারিয়া কমান্ডার, সাভার এরিয়া, কলেজের অধ্যক্ষ, সভাপতি ‘মির্জাপুর এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন’ ও অভ্যাগত অতিথিরা। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বর্ণাঢ্য পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন। এরপর প্রধান অতিথি প্যারেডে অংশগ্রহণকারী বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটরা, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা, মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকরা এবং বর্তমান ক্যাডেটরা উপস্থিত ছিলেন।