-ডিআইজি মঈনুল হক
মীর আবু বকর \ সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে গতকাল বেলা ১১ টায় পুলিশ লাইনস ডিলসেটে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম। তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের ভূমিকা প্রশংসনীয়। পাকিস্তান হানাদার বাহিনীর কাছে প্রথম শহীদ হয়েছিলেন পুলিশ সদস্যরা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। জেলার ১৫ বছর আগে চিত্র বর্তমান সময়ের চিত্র দেখলে বোঝা যায় দেশ কী পরিমাণ সমৃদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুন্নত দেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা যখন দেশে ডিজিটাল বাংলা এমনকি পদ্মা সেতু নির্মাণের কথা বলেছিলেন তখন জামায়াত-বিএনপি গোষ্ঠী উপহাস করতেন। তিনি আরো বলেন, আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে আর পদ্মা সেতুর উপর দিয়ে দ্রুত সময়ের মধ্যে মানুষ ঢাকায় যাতায়াত করছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে এতে কোন সন্দেহ নাই। গুটি কয়েক ব্যক্তি বা সংগঠন বাংলাদেশের উন্নয়নের বাদাগ্রস্ত করতে পারবে না। উন্নয়নের এই জোয়ার বজায় রাখতে চাইলে কোন গুজবে কান দেওয়া চলবে না। হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব না। আপনারা চোখ কান খোলা রাখবেন, বাকি কাজ আমরা করবো। আপনারা টিম গঠন করুন, সমাজে লক্ষ্য করবেন কারা নাশকতা সৃষ্টিকারী, দুষ্কৃতিকারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, দেশ বিরোধী তাদেরকে সনাক্ত করুন। পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। দেশের অগ্রযাত্রা বাঁধা প্রদানকারী কোন অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আনসার ভিডিপির কমাডেন্ট মুর্শিদা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আষিস কুমার, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, সাতক্ষীরা চেম্বার অফ কমার্স সভাপতি নাছিম ফারুক খান মিঠু, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম, এস আই হাবিব মুসি, দফাদার জান্নাতুল ফেরদৌস, আনছার সদ্যসা খালেদা আক্তার। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, থানার ওসি, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান।