শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

দেশের অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে -প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

‘দিঘলিয়া (রেলিগেট)-আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের (জেড-৭০৪০) প্রথম কিলোমিটারে ভৈরব নদীর ওপর ভৈরব সেতু নির্মাণ’ প্রকল্পের ভৈরব সেতু পরিদর্শন উপলক্ষ্যে এক পর্যালোচনা সভা সোমবার দুপুরে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আর ডি এন স্কুল সংলগ্ন সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের বেসক্যাম্পে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের অবকাঠামোসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। ভালো কাজ করতে হলে সময় একটু বেশি লাগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছেন ব্রীজ নির্মাণ করে নদীকে মেরে না ফেলা হয়। নদীর নাব্যতা ঠিক রেখে কাজ করতে হবে। তিনি বলেন, সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে। পর্যালোচনা সভায় সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com