বাংলাদেশ বর্তমান সময়ে বিশ্ব ব্যবস্থায় বিশেষ ভাবে আলোচিত এবং আলোকিত, যতগুলো বিষয়ে বাংলাদেশ আলোকিত তার মধ্যে অন্যতম দেশের চিংড়ী শিল্প। আমাদের জাতীয় অর্থনীতির পুরোধা হিসেবে বিশেষ ভাবে চিংড়ী শিল্প, আর এই শিল্প দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত। বিশ্বের দেশে দেশে বাংলাদেশে অতি উন্নতমানের চিংড়ী উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত , আর এ কারনে আন্তর্জাতিক বিশ্বে আমাদের চিংড়ী শিল্পের চাহিদাও অনেক অনেক বেশী। বিশ্বের যতগুলো দেশ চিংড়ী উৎপাদন করে তার মধ্যে বৃহত্তম চিংড়ী উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের তালিকা অগ্রগন্য। সা¤প্রতিক বছর গুলোতে চিংড়ী শিল্প উৎপাদনে নানামুখি বিপর্যয় নেমে এসেছে আর এ সকল বিপর্যয়ের অন্যতম কারন প্রাকৃতিক বিপর্যয়। শুধু মাত্র প্রাকৃতিক বিপর্যয়ের শেষ কথা নয়, সা¤প্রতিক বছর গুলোতে চিংড়ীতে এক ধরনের অজ্ঞাত, রোগের উদ্ভব ঘটেছে তা ভাইরাস হিসেবে পরিচিত। বর্তমান সময় গুলাতে চিংড়ী বিশ্ব বাজারের পাশাপাশি দেশীয় বাজারেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। দেশের অর্থনীতির বিশেষ করে বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত চিংড়ী শিল্প প্রনোদনা এবং ভর্তূকির বিকল্প নেই। আমাদের অর্থনীতির চাকা অব্যাহত ভাবে ঘুর্ণায়মানে চিংড়ী শিল্পের আরও অধিকতর উন্নয়নের বিকল্প নেই। এই শিল্প দেশের অর্থনীতিকে অনেক অনেক উচ্চতায় নিয়েছে।