বাংলাদেশের উৎপাদিত শিল্প পন্য বর্তমান সময়ে বিশ্ব ব্যবস্থায় তথা আন্তর্জাতিক বিশ্বে বিশেষ সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে। বিশ্বের দেশে দেশে আমাদের পন্যের প্রচার এবং প্রসার বাংলাদেশের সুনামের ক্ষেত্র বিশেষ ভাবে বিস্তৃত করেছে। প্রতিবছর শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জনের মাধ্যমে লাল সবুজের দেশটি অর্থনৈতিক ভাবে চরম পর্যায়ে পৌছেছে। যতই দিন যাচ্ছে ততোই বহিঃবিশ্বে আমাদের উৎপাদিত পন্য সামগ্রীর কদর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ এক সময় বৈদেশিক ঋনের উপর নির্ভরশীল ছিল, দেশের উন্নয়নে, অবকাঠামগত উন্নয়নে বিশ্ব অর্থনীতির তথা বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপর নির্ভরশীল থাকতে হতো কিন্তু সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে বর্তমান সময়ে আমাদের অর্থনীতি বিশেষ ভাবে সুসংহত। আন্তর্জাতিক স¤প্রদায় আমাদের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিকে বিশেষ সমীহ করে চলেছে। বিশ্ব ব্যবস্থায় আমাদের অর্থনৈতিক উন্নয়নের মধ্যে শিল্প উৎপাদন ও রপ্তানী উলেখযোগ্য। প্রতিবছর বিশ্ব বাজারে আমাদের উৎপাদিত পণ্য সামগ্রী রপ্তানীর মাধ্যমে দেশ কেবল মাত্র অর্থনীতিতে সমৃদ্ধি অর্জন করছে তা নয়, বিশ্ব ব্যবস্থায় অত্যন্ত সম্মান জনক পর্যায়ে অবস্থান করছে। অবশ্য আমাদের দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনে প্রবাসীদের ভূমিকা কম নয়, সা¤প্রতিক বছর গুলোতে দেশ ঔষধ শিল্পে বিপ্লব আনায়ন করেছে আর ঔষধ শিল্প বিশ্ব বাজারে রপ্তানীর মাধ্যমে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের সব ধরনের রেকর্ড ভেঙ্গেছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রার অবস্থান সন্তোষজনক।