ডুমুরিয়া প্রতিনিধি ॥ দেশের আইন-শৃঙ্খলা যাতে নষ্ট না হয় তার লক্ষ্যে আজ ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানের মুখরিত হতে থাকে জনসভা। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি আমির এজাজ খান, সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পি সহ জেলা ও উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সকল নেতারা এই কথাটি বলেন কেউ যাতে অতি উৎসাহিত হয়ে কাউকে মারা ধরা বা কোন জান মালের ক্ষয়ক্ষতি না করে এদিকে সকলকে খেয়াল রাখার জন্য সজাগ ভাবে দৃষ্টি রাখেন। উক্ত জনসভার সভাপতিতো করেন ডুমুরিয়া উপজেলার বিএনপির আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ।