বাংলাদেশ বর্তমান সময়ে আন্তর্জাতিক বিশ্বে উৎপাদনকারী এবং রপ্তানী কারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। আমাদের দেশ কেবল শিল্প উপাদন, বা চিংড়ী বা কৃষি উৎপাদনে এগিয়ে চলেছে তা নয লাল সবুজের দেশটি বর্তমান সময়ে ঔষধ উৎপাদন ও রপ্তানীর গর্বিত এক দেশ হিসেবে নিজের আলো ছড়িয়ে চলেছে। কয়েক বছর আগে আমরা আমাদের দেশবাসির জীবন রক্ষার্থে জরুরী ঔষধ আমদানী করতে হতো, কিন্তু সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে বাংলাদেশ ঔষধ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতি বছর দেশ উৎপাদিত ঔষধ হতে বিশ্ব বাজারে রপ্তানী করে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকে আর উপার্জিত বৈদেশিক মুদ্রা আমাদের জাতীয় অর্থনীতিতে কাঙ্খিত ও যথাযথ ভূমিকা পালন করে চলেছে। বিশ্ব বাজারে আমরা ঐষধ রপ্তানীর মাধ্যমে শুধু মাত্র বৈদেশিক মুদ্রা উপার্জন করি তা নয় দেশের সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ কেবল জীবন রক্ষাকারী ঔষধ উৎপাদন বা রপ্তানী করেই থেমে আছে তা নয় দেশের চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত বহুবিধ সরঞ্জাম তৈরী হচ্ছে দেশেই এবং উক্ত চিকিৎসা সামগ্রী বিশ্ব বাজারে রপ্তানীর মাধ্যমে শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করছে দেশের চিকিৎসা বিজ্ঞান এতটুকু উন্নত ও আধুনিকতাকে স্পর্শ করেছে যে বড় ধরনের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দেশেই হচ্ছে। দেশের ঔষধ শিল্পের এই আর্শীবাদময় সময় গুলোতে এক শ্রেণীর দেশোদ্রোহী চক্র ভেজাল ঔষধ তৈরী করে আমাদের রোগীদের সাথে প্রতারনা করছে এমন খবর শোনা যায়। দেশের ঔষধ শিল্পের এমন সোনালী অধ্যায় অব্যাহত থাকুক এই প্রত্যাশা।