এফএনএস স্পোর্টস: আয়ারল্যান্ডের বিপক্ষে মে মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ দল। এর আগে সিলেটে ক্যাম্প করছে তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে এখানে নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বললেন মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় বলেন, ‘এর আগে হয়তো দলের সঙ্গে অনুশীলন করেছি। কিন্তু দলের ভেতরে থেকে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে এভাবে অনুশীলন করিনি কখনও। আজ অনেক কিছু শিখতে পেরেছি। দিনটি আমার জন্য বিশেষ কিছু অর্জনের। দিনটি খুব ভালো ছিল।’ বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে তার ব্যাটিংও সাহায্য করতে পারে দলকে। সেই বিষয়ে মৃত্যুঞ্জয় বলেন, ‘ছোটবেলা থেকেই ব্যাটিং-বোলিং দুটোই করি। বোলিংটা হয়তো ক্লিক করে গেছে। ব্যাটিংটাও ভালো আছে। আশাকরি, প্রয়োজনের সময় কাজে দেবে।’ দেশের ক্রিকেটে অনেকে পেসারই এসেছেন, আবার হারিয়েও গিয়েছেন। তবে নিজের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। মৃত্যুঞ্জয় বলেন, ‘আমি যদি আমার সেরাটা দিতে পারি, তাহলে দারুণ কিছু আনবে। আমার আগ্রহ ও পরিশ্রম চালিয়ে যেতে পারলে ভালো কিছু আসবে বলে মনে করি।’