এফএনএস বিনোদন: ডিসি কমিকসের সুপারহিরো ‘শাজাম’। ২০১৯ সালে প্রথমবার এই চরিত্রটি পর্দায় আসে। ‘শাজাম!’ নামের সেই ছবি বক্স অফিসে বেশ ভালো সাড়া পেয়েছিলো। তাই নতুন কিস্তি নিয়ে আসছেন নির্মাতা-প্রযোজকরা। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে একই দিন বাংলাদেশের তিনটি শহরেও মুক্তি পাচ্ছে ছবিটি। এগুলো ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী। এই তিন শহরে স্টার সিনেপ্লেক্সের শাখায় দেখা যাবে ‘শাজাম’র কারসাজি। আগের ছবির পরিচালক ডেভিড এফ. স্যান্ডবার্গ এবারও ছিলেন পরিচালনার দায়িত্বে। পরিবর্তন আসেনি অভিনয়শিল্পীদের তালিকায়ও। নাম ভ‚মিকায় জ্যাচারি লেভি-সহ অন্যান্য চরিত্রে অ্যাশার অ্যাঞ্জেল, জ্যাক ডিলান গ্রেজার, হেলেন মিরেন, রস বাটলারসহ আগের ছবির প্রায় সবাই থাকছেন নতুন ছবিতেও। নির্মাতা স্যান্ডবার্গ জানিয়েছেন, ‘শাজাম!’র গল্পের ধারাবাহিকতায় এ ছবির গল্প এগিয়ে যাবে। তবে নির্মাণশৈলিতে অনেক নতুনত্ব যোগ হয়েছে, যা ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রথম কিস্তির তুলনায় এ ছবিটি দর্শক আরও ভালোভাবে গ্রহণ করবেন, এই প্রত্যাশা তার। ছবিটির দুটি ট্রেলার প্রকাশ হয়েছে। সাত মাস আগে প্রকাশ্যে আসা প্রথম ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ১৭ মিলিয়ন এবং এক মাস আগের দ্বিতীয় ট্রেলারের ভিউ ২৬ মিলিয়ন। বোঝাই যাচ্ছে, দর্শকের মনে ছবিটি ঘিরে আগ্রহ চড়া।