রবিবার, ১৮ মে ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

দেশের পরিবেশ রক্ষার স্বার্থে সকলকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত -এমপি বাবু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

কয়রা (খুলনা) প্রতিনিধি \ খুলনা-৬ কয়রা-পাইকগাছা সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, দেশের পরিবেশ রক্ষার্থে সকলকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত। গাছ আমাদের অমূল্য সম্পদ, গাছ আমাদের পরম বন্ধু। পৃথিবীতে কোন গাছ না থাকলে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। সেজন্য আমাদের প্রতিনিয়তই গাছ রোপন করতে হবে। সোমবার(২৮ আগষ্ট) বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ স্কাউটস এর মাননীয় প্রধান জাতয়ি কমিশনার মহোদয়ের অনুশাসন: সারাদেশে ৫০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির ন্যায় কয়রায় বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।এমপি বাবু বলেন, দিনে দিনে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। মানুষের বসবাস কঠিন হয়ে পড়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রন করতে হলে বেশি বেশি করে আমাদের গাছ লাগাতে হবে। হিমালয়ের বরফ গলে পড়ছে, সমুদ্রের উচ্চতা বাড়ছে। যদি এভাবে বাড়তে থাকে তাহলে বাংলাদেশের উপক’ল এলাকা সমুদ্রের নিচে তলিয়ে যাবে। সেজন্য আমাদের পরিবেশবান্ধব গাছ রোপন করতে হবে।গাছ আমাদের যেমন জীবন বাঁচান,তেমনি আমাদের দুঃসময়ে আর্থিকভাবে সহযোগিতা করে। এমপি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশের প্রতিটি কৃষক রক্ত. ঘাম, শ্রম দিয়ে প্রতি ইঞ্চি মাটিতে সোনার ফসল উৎপাদন করছেন। দেশের খাবারের ব্যবস্থা করছেন। আজ যে ভাবে উন্নয়ন হচ্ছে। দেশে নগরয়াণ হচ্ছে। দেশে গাছ কাটা হচ্ছে, প্রাকৃতিক দূর্যোগে নষ্ট হচ্ছে। নতুন করে যদি এখন আমরা গাছ রোপন না করি। তাহলে একসময় দেশে গাছ থাকবে না। সারা বিশে^ যেভাবে তাপমাত্রা বাড়ছে। বিগত বছরে এ তাপমাত্রা মানুষ দেখিনি। এজন্য সবাইকে বেশি বেশি করে গাছ রোপন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যডঃ কমলেস সানা, সদও ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার সহ-সভাপতি ও সুন্দরবন মাধমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ার, শিক্ষক নুরুল ইসলাম নাহিদ ও আঃ হালিম সহ স্কাউটস ছাত্র ছাত্রীবৃন্দ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com