মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

দেশের মর্যাদার প্রতিক পদ্মাসেতু আর মাত্র ৩ দিন পরই শুরু উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ যতই দিন যাচ্ছে ততোই নিকটবর্তী হচ্ছে ২৫ জুন আর ৩ দিন পর আমাদের স্বনির্ভরতা আর সক্ষমতার প্রতিক পদ্মা সেতুর উদ্বোধন। যুগ হতে যুগান্তর দেশবাসির প্রত্যাশা আর স্বপ্ন ছিল পদ্মা সেতুর, বাংলাদেশের মানুষ গভীর ভাবে আশা করছিলেন পদ্মা সেতুর কিন্তু সমস্যা ছিল অর্থের। এমন সুবিশাল প্রকল্প, সেতু নির্মান কোন অবস্থাতেই বৈদেশিক সহায়তা ব্যতিত সম্ভব নয় কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে দিন বিশ্ব ব্যাংক সহ অপরাপর আন্তর্জাতিক দাতা সংস্থা পদ্মা সেতু নির্মানের ক্ষেত্রে নানান ধরনের শর্ত আরোপ করেছিলেন যা ছিল দেশের জন্য সম্মানহানী তথা অসম্মানজনক পরিস্থিতির, সেদিন আমাদের প্রধানমন্ত্রী দৃঢ়চিত্তে ঘোষনা দেন পদ্মা সেতু নির্মান হবে কেবল মাত্র আমাদের অর্থেই। সেই যে প্রতিজ্ঞা, দৃঢ়তা, আশা আর স্পৃহা নিজেদের অর্থে শুরু হয় পদ্মা সেতু সেই সেতুর সফল সম্পন্ন, দেশবাসির পাশাপাশি বিশ্ববাসিও গভীরভাবে প্রত্যক্ষ করছেন পদ্মা সেতুর সফল আয়োজন, ৩ দিন পরেই বাংলাদেশের সক্ষমতার প্রতিক পদ্মা সেতুর সুফল ভোগ করবে পদ্মা পারের ২১ জেলা। আমাদের জন্যও বিশেষ প্রাপ্তি, সাতক্ষীরার বিশলক্ষাধীক জনগন পদ্মা সেতুর সুফল ভোগ করবে। দিকে দিকে যাতায়াত যোগাযোগের পাশাপাশি অর্থনীতিতে সুবাতাস বইবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com