মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কমেছে ইন্টারনেট এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা গ্যাস সঙ্কটে ত্রাহি অবস্থায় দেশের শিল্প উৎপাদন বাস—ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, ৩ জামায়াত কর্মী নিহত কেইপিজেড পরিদর্শন শেষে বিদেশি বিনিয়োগকারীরা বললেন বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগ ইতিবাচক মার্চে সারা দেশে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩: মহিলা পরিষদ গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা—মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা ছত্রভঙ্গ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত ৭ জন ঢামেকে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ঝরল ২৪৯ জনের প্রাণ দেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে, শঙ্কায় উপদেষ্টা রিজওয়ানা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব

দেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে, শঙ্কায় উপদেষ্টা রিজওয়ানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

এফএনএস: জলবায়ু পরিবর্তনের ফলে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশের মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল সোমবার ঢাকার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ‘জাতীয় নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক এক অধিবেশনে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য এক গভীর হুমকি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূল ধ্বংস এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতির ফলে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশকে তার মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে। এ শতাব্দীর মাঝামাঝি সময়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়লে ২১টি উপকূলীয় জেলা ডুবে যেতে পারে, এমন শঙ্কা ঝরেছে তার কণ্ঠে।উপদেষ্টা বলেন, কোটি মানুষ গৃহহীন হবে। কৃষি ও মাছ চাষে ব্যবহৃত নদীগুলোতে লবণাক্ত পানি ঢ়ুকে পড়বে। জলবায়ু পরিবর্তন মানে শুধু মিঠা পানি লবণাক্ত হয়ে যাওয়া নয়, এটা মানে আমাদের ভূখণ্ড হারানো, জনগোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাওয়া এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়া। রিজওয়ানা বলছেন, দেশের ৬৫ শতাংশ মানুষ আমিষের জন্য মিঠা পানির মাছের ওপর নির্ভরশীল। লবণাক্ততা তা নষ্ট করে দিতে পারে। বাংলাদেশ প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড় ও খরার ফলে জিডিপির ১ শতাংশ ক্ষতি হচ্ছে। ২০৫০ সালের মধ্যে এ হার দ্বিগুণ হতে পারে। ফসলহানি, পানির সংকট ও গণ—বাস্তুচ্যুতি সংঘাত সৃষ্টি করবে। বাংলাদেশের এক—তৃতীয়াংশ ডুবে গেলে, বাকি দুই—তৃতীয়াংশে প্রচণ্ড চাপ পড়বে। অস্থিরতা তখন স্বাভাবিক হয়ে উঠবে। জাতীয় অভিযোজন পরিকল্পনার জন্য ১১টি জলবায়ু ‘চাপ অঞ্চল’ চিহ্নিত করা হয়েছে বলে জানিয়ছেন রিজওয়ানা হাসান। যে প্রকল্প বাস্তবায়নে ২০৫০ সালের মধ্যে ২৩ হাজার কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে। পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি অভিযান চালানোর নির্দেশ দিলে তারা বলে, সারা দেশের জন্য মাত্র ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। এ কারণে পরিবেশ দূষণরোধী অভিযানগুলোতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন পরিবেশ উপদেষ্টা। ভবিষ্যতে সেনাবাহিনীর কাজ শুধু দুর্যোগ ব্যবস্থাপনা নয়, বরং জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনাও হতে পারে। এটা শুধু গাছ বাঁচানোর লড়াই নয়, এটা দেশ বাঁচানোর লড়াই। আমরা ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্ম এক ভিন্ন বাংলাদেশ পাবে, যা আজকের মানচিত্রে কল্পনাও করা যায় না।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com