এফএনএস: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছেন ৫২৭ জন। এর আগে গতকাল শনাক্ত ছিল ১৪১ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ৩৩৯ জন এবং শনাক্ত ২০ লাখ ১৭ হাজার ৬১৪ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১২ দশমিক ৭২ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৬০ হাজার ৬১৫ জন। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ১৫৪টি, অ্যান্টিজেনসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ১৪৩টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ২২ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১২ দশমিক ৭২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৭ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৪৫ শতাংশ।